1. Admission & Payment

  • ভর্তি নিশ্চিত করতে নির্ধারিত ভর্তি ফি অগ্রিম পরিশোধ করতে হবে।
  • একবার পরিশোধিত ভর্তি ফি ফেরতযোগ্য নয়।
  • কোর্স ফি সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হলে শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণে বিরত রাখা হতে পারে।

2. Attendance & Discipline

  • নির্ধারিত উপস্থিতি (সাধারণত ৮০%) পূরণ না করলে সার্টিফিকেট প্রদান করা হবে না।
  • একাডেমির নিয়ম-কানুন লঙ্ঘন বা অসদাচরণের জন্য শিক্ষার্থীকে কোর্স থেকে বহিষ্কার করা যেতে পারে।

3. Course & Certification

  • সফলভাবে কোর্স সম্পন্ন করলে RDH Academy থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
  • কোর্স কনটেন্ট, সময়সূচি বা ট্রেইনার প্রয়োজনে একাডেমি পরিবর্তন করতে পারে।

4. Use of Student Work

  • শিক্ষার্থীদের পারফরমেন্স বা কাজ একাডেমির প্রচার, সোশ্যাল মিডিয়া, বা মার্কেটিং কনটেন্টে ব্যবহৃত হতে পারে।

5. Liability

  • একাডেমির প্রাঙ্গণে কোনো ব্যক্তিগত দ্রব্য হারানো বা ক্ষতির জন্য একাডেমি দায়ী থাকবে না।
  • কোর্স চলাকালীন নিরাপত্তা বজায় রাখা শিক্ষার্থীর নিজ দায়িত্ব।

6. Model Practice / Live Client

  • কোর্স চলাকালীন প্র্যাকটিক্যাল ক্লাসে লাইভ মডেল/ক্লায়েন্ট ব্যবহৃত হতে পারে। এতে অংশগ্রহণ শিক্ষার্থীর সম্মতির ভিত্তিতে হবে।

7. Changes & Cancellation

  • কোর্স শিডিউল, ট্রেইনার বা অন্যান্য বিষয় পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন করার অধিকার RDH Academy রাখে।

8. Legal

কোনো আইনি জটিলতা দেখা দিলে RDH Academy এর নির্ধারিত স্থানীয় আইন প্রযোজ্য হবে।

এই টার্মস ও কন্ডিশন RDH Academy এবং শিক্ষার্থীর মধ্যে একটি সম্মতিপত্র হিসেবে বিবেচিত হবে।